Essential Dua




নিয়মিত ব্যাবহার যোগ্য কিছু প্রয়োজনীয় দোয়াঃ
১। ভাল কাজ বা কোন কিছু শুরু করার আগে.....
বিসমিল্লাহির রহমানির রহিম
অর্থাৎ (আমি) পরম করুনাময় দয়ালু আল্লাহ তাআলার নামে আরম্ভ করিলাম ।
২। আউজু বিল্লাহি মিনাশ শাইত্বা-নির-রাজীম
অর্থাৎ বিতাড়িত শয়তানের দুষ্টামী হইতে আমি খোদাতা'আলার নিকট ক্ষমা প্রার্থনা করিতেছি ।
৩। সালাম : আস্সালামু আ'লাইকুম
অর্থাৎ আপনার উপর শান্তি বর্ষিত হউক
সালামের উত্তর : ওয়া আ'লাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ্
অর্থাৎ আপনার উপরও শান্তি বর্ষিত হউক ।
৫। তওবার দোয়া :
আছতাগফিরুল্লাহ্ রাব্বী মিন্ কুল্লি জাম্বিও ওয়া খাতিযাতিও ওয়া আতুবু ইলাইহি, লা-হাওলা ওয়ালা কুওয়্যাতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আজীম ।
অর্থাৎ আমি আমার প্রভুর নিকট সমস্ত পাপ ও ভুলের জন্য ক্ষমা প্রার্থণা করিতেছি ও তওবা করিতেছি, যেহেতু সেই মহান খোদা তা'আলার দয়া ভিন্ন পাপ কাজ হইতে ফিরিবার ও নেকট কাজ করিবার কাহারও সাধ্য নাই ।
৬। ঘুমানোর সময় :
আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়াআহ্ইয়া
অর্থাৎ হে আল্লাহ আপনার নামেই আমি মরি এবং বাঁচি ।
৭। ঘুম থেকে জেগে :
আলহামদুলিল্লাহিল্লাযি আহ্ইয়া-না বায়দামা-আমাতানা ওয়াইলাহিন্ননুশূ-র ।
অর্থাৎ : সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য, যিনি আমাকে মৃত্যুদানের পর পুনরায় জীবিত করলেন, আর তারই নিকট আমার যেতে হবে ।

Share this:

ABOUT THE AUTHOR

Hello We are OddThemes, Our name came from the fact that we are UNIQUE. We specialize in designing premium looking fully customizable highly responsive blogger templates. We at OddThemes do carry a philosophy that: Nothing Is Impossible

0 comments:

Post a Comment